MD Tareq Aziz
MD Tareq Aziz
Head Of Department
Contact info:
আলহামদুলিল্লাহ। ভালোবাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা প committee এবং শুভানুধ্যায়ী সকলকে জানাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান **"সোনামণি আইডিয়াল স্কুল"**-এর ২৬ বছর পূর্তির প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিকূলতার মধ্য দিয়ে অর্জিত এই যাত্রা আল্লাহর অশেষ রহমত, আপনাদের অকুণ্ঠ সহযোগিতা এবং আমাদের নিরলস প্রচেষ্টার ফসল। ২০০০ সালে উপজেলায় প্রথম বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ শুধু স্থানীয় নয়, রংপুর বিভাগের শিক্ষার মানচিত্রে একটি উজ্জ্বল নাম। জাতীয় উন্নয়নের চাবিকাঠি হলো সুশিক্ষা, আর সেই শিক্ষাকে গুণগত, মানসম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে আমরা প্রতিটি ধাপে অঙ্গীকারবদ্ধ। **জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে** আমরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের **মননশীল, নৈতিক, দক্ষ ও বিশ্বনাগরিক** হিসেবে গড়ে তোলা। আধুনিক ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, কো-কারিকুলার এক্টিভিটি, সৃজনশীল শিক্ষাপদ্ধতি এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করছি। আপনাদের অকৃত্রিম ভালোবাসা, দোয়া এবং সার্বিক সহযোগিতা আমাদের এই ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি। আগামীতেও আমাদের এই যাত্রায় আপনাদের পাশে থাকার অনুরোধ রইল। **সোনামণি আইডিয়াল স্কুল** শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার, একটি স্বপ্নের বীজতলা। আসুন, আমরা সবাই মিলে এগিয়ে যাই—আলোর পথে, জ্ঞানের পথে, উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে। **অনুগ্রহপূর্বক আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের জানান।** সাথে থাকুন, সুস্থ থাকুন। **শুভ কামনায়,** সোনামণি আইডিয়াল স্কুল পরিবার।

Get The Coaching Training Today!

If you are going to use a passage of embarrassing hidden in the middle of text